
ভারতের উত্তর প্রদেশের বেরেলি সিভিল লাইনসে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে আসা দুই হামলাকারী টানা দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার সময় বাড়িতে ছিলেন দিশার বাবা জগদীশ পাটানি , মা পদ্মা পাটানি ও বোন খুশবু পাটানি । দিশা তখন মুম্বাইয়ে ছিলেন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে। বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান, “ভোর ৪টা ৩০ মিনিটে গুলিবর্ষণ হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোল্ডি ব্রার গ্যাং ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে সতর্কতা জারি রয়েছে।”মামলাটি ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে এবং পাটানি পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে রোহিত গোদারা–গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে এই ঘটনার দায় স্বীকার করেছে। পোস্টে দাবি করা হয়েছে, দিশা ও তাঁর বোন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন, আর সেই কারণেই হামলা চালানো হয়েছে।হুমকি দিয়ে পোস্টে লেখা হয়, “এটা শুধু ট্রেলার। পরেরবার ধর্মকে অসম্মান করলে কাউকে ছাড় দেওয়া হবে না।” শুধু পাটানি পরিবার নয়, বলিউডের অন্যান্য শিল্পীদের উদ্দেশেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। পোস্টটিতে আরও উল্লেখ করা হয়, “ধর্ম ও সমাজ আমাদের কাছে অভিন্ন। এগুলো রক্ষায় আমরা যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত।” সঙ্গে কয়েকটি অপরাধী গোষ্ঠীর নামও ট্যাগ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মনু গ্রুপ, এপি গ্রুপ, কালা রানা, নরেশ শেঠি, টিনু হরিয়ানা ও অমরজিৎ বিষ্ণোই।
বেরেলি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং দ্রুত তদন্ত চলছে। হামলায় জড়িতদের ধরতে একাধিক অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। তবে দিশা পাটানির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।