
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ মুক্তির পর বিতর্কের মুখে পড়েছে। সিরিজটিতে চু/ম্বন, ধূ/মপা/ন ও ম/দ্য/পানের দৃশ্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে নির্মাতাদের বিরুদ্ধে মানহানি মামলায় দুই কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলা দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে। শুনানি অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।
ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, সিরিজে তাঁর ‘লুকঅ্যালাইক’ চরিত্র একটি বলিউড পার্টিতে ঢুকে মাদকাসক্তদের খুঁজছে। তার মতে, এটি সরাসরি তাঁকে অপমান করেছে। এছাড়া তিনি অভিযোগ করেছেন: এই সিরিজটির মাধ্যমে জাতীয় প্রতীকের অবমাননা (সত্যমেব জয়তে-কে অবমাননা), এনসিবি ও মাদকবিরোধী সংস্থার সমালোচনা, চলমান মামলায় প্রভাব ফেলার চেষ্টা, ধূমপান ও মদ্যপানের দৃশ্য দেখানো হচ্ছে । ওয়াংখেড়ে জানিয়েছেন, আদালত থেকে ক্ষতিপূরণ আদায় করলে তা মুম্বাইয়ের টাটা ক্যানসার মেমোরিয়াল হাসপাতালে দান করা হবে।
সিরিজটি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে। নেটফ্লিক্স থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই মামলা সিরিজের বিতর্ককে আরও তীব্র করেছে এবং মুক্তির পরিপ্রেক্ষিতে জনসাধারণের নজর কাড়ছে।