হাসান মাসুদের সঙ্গে দেখা হয়েছিল কি হানিয়া আমিরের
ছবিঃ বিপ্লবী বার্তা

আজ  সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনেতা হাসান মাসুদ-এর সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন। পোস্টে আরও উল্লেখ করা হয়, গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তারকাদের এক বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানেই ঘটনাটি ঘটেছে।


তবে হাসান মাসুদ বলেছেন, ঘটনা পুরোটাই মিথ্যা। তিনি জানান, এমন কোনো আয়োজনে তিনি উপস্থিত ছিলেন না। হাসান মাসুদ আরও বলেন, তিনি হানিয়া আমিরকে চেনেন না এবং তাঁর বাংলাদেশ আগমনের কোনো তথ্যও তার জানা নেই।


তিনি আরও বলেন, “ফেসবুকে ঢোকা হয়নি, তাই চোখে পড়েনি। তবে এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকে আমি চিনি না, তিনি কবে দেশে এসেছেন তা জানাও আমার কথার বাইরে।”


এ ঘটনায় মূল উৎস একটি ফেসবুক পেজ থেকে মজা করে পোস্ট করা হয়েছিল। পরে সেটি ছড়িয়ে পড়ে বিভিন্ন পেজ ও গ্রুপে। অনেকেই বিষয়টিকে সত্য মনে করে শেয়ার করেছেন। হাসান মাসুদ বিষয়টিকে ফেক ও বিব্রতকর বলে মন্তব্য করেছেন।


উল্লেখ্য, জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দুই দিনের জন্য দেশে থাকবেন।