দুই বছরের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে ফিরলেন সুগা
ছবিঃ বিপ্লবী বার্তা

পরনে কালো টি-শার্ট, ঢোলা প্যান্ট, হাতে গিটার—এমন কয়েকটি ছবি পোস্ট করেছেন বিটিএস তারকা সুগা। গত সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন তিনি। তবে কোনো ক্যাপশন দেননি। তবুও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।


টানা দুই বছর বিরতির পর ইনস্টাগ্রামে ফিরেছেন সুগা। ফিরেই ভক্তদের ভালোবাসায় ভাসছেন তিনি। পোস্ট করার মাত্র তিন দিনের মধ্যেই ছবিগুলোতে পড়েছে ৭১ লাখের বেশি লাইক। ইনস্টাগ্রাম ছাড়াও তাঁর অনুরাগীরা এক্স (টুইটার)-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ লিখেছেন— “তাঁর ফেরাটা আমাদের জন্য আনন্দের।”


এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট শেষবারের মতো ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সুগা। এরপর তিনি দীর্ঘ সময় অনুপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া থেকে।


২০২৪ সালের আগস্টে সিউলে মদ্যপ অবস্থায় বৈদ্যুতিক স্কুটার চালানোর ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন। ঘটনার পর হাতে লেখা এক চিঠিতে তিনি ভক্তদের কাছে ক্ষমা চান। চিঠিতে সুগা লিখেছিলেন, “আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কষ্ট পেয়েছেন, আমিও কষ্ট পেয়েছি। আমি অনুতপ্ত।”


এই বছরের ২১ জুন সুগা তাঁর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন। প্রশিক্ষণ শেষে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হন তিনি। অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তিনি প্রায় ৩৬ লাখ ডলার অনুদান দিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগে ভক্তরা মুগ্ধ।


প্রায় তিন বছরের বিরতির পর আগামী বছরের বসন্তে মঞ্চে ফিরছে বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। দলের সাত সদস্য—আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা—এরই মধ্যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন।


বর্তমানে বিটিএস নতুন অ্যালবামের কাজ গুছিয়ে নিচ্ছে। সদস্যরা লস অ্যাঞ্জেলেসে গান রেকর্ড করেছেন। ধারণা করা হচ্ছে, নতুন অ্যালবামটি আগামী বছরের মার্চে প্রকাশ পাবে। বিটিএসের সর্বশেষ অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জুনে।