পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা এখনও ইরানে অবস্থান করছেন, তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যেসব এলাকায় আন্দোলন বা বিক্ষোভ চলছে, সেসব এলাকা এড়িয়ে চলতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। এসব সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সাময়িকভাবে অন্যত্র সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সকে তিনজন কূটনীতিক জানান, বুধবার সন্ধ্যার মধ্যেই সেনাদের অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। সেখানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এক কূটনীতিক জানান, এটি কেবল সেনাদের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত, ঘাঁটি পুরোপুরি ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সেনা সরানোর নির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

