
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় বলা হয়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে শুরু করে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১ হাজার ৩৭৩ জনকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানায় এবং অন্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, বাকি ৪১৪ জনকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি পাইপগানের পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি গুলি, চারটি শটগানের কার্তুজ, তিনটি চাপাতি, দুটি ছুরি এবং পাঁচটি ককটেল সদৃশ বস্তু।
প্রসঙ্গত, আগের ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।