সন্ত্রাসীদের গুলিতে নিহত ঝালকাঠির সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ শনিবার বাদ জোহর বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ-ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় পুরো ঈদগাহ ময়দান শোকাবহ পরিবেশে পরিণত হয়।
জানাজায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠির জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীরা।
জানাজায় অংশগ্রহণকারীরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানাজায় ইমামতি করেন ঝালকাঠি ঈদগাহ মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল করিম।

