ছবিঃ বিপ্লবী বার্তা
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরের ওপর শারীরিক ও মানসিক হেনস্তার ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (ববি প্রেসক্লাব) তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং একই সাথে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে,ববি প্রেসক্লাব মনে করে, গণমাধ্যমের অফিসে হামলা এবং দেশের একজন প্রবীণ ও দায়িত্বশীল সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি ও সুস্পষ্ট আঘাত। সংবাদমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যে এ ধরনের হামলা প্রমাণ করে যে, হামলাকারীরা গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মৌলিক চেতনায় বিশ্বাসী নয়।
তারা বলেন, "প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা এবং নিউ এজ এর সম্পাদক নুরুল কবীরের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন ও ন্যক্কারজনক হামলার বহিঃপ্রকাশ। যারা কলমের শক্তিকে ভয় পায়, তারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে দমিয়ে রাখা যাবে না।"
ববি প্রেসক্লাব অবিলম্বে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর কার্যালয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক।

