ওসমান হাদী হত্যার বিচার ও সহিংসতার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির সমাবেশ
ছবিঃ বিপ্লবী বার্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।



শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালেক সিংহ। আরও বক্তব্য দেন সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান এবং উদীচী উপজেলা কমিটির সভাপতি শামছুল আলম খান।



বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় গড়িমসি এবং দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে দেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না।



তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। সারাদেশে এই হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও গভীর উদ্বেগজনক। জুলাই বিপ্লবে এত আত্মত্যাগের পরও দেশকে সহিংসতা ও অনিশ্চয়তা থেকে মুক্ত করা যায়নি।



সমাবেশ থেকে ওসমান হাদীর হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।