মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ছবিঃ সংগৃহীত

ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, সেখানে আটকা পড়লে কোনো ধরনের সরকারি সহায়তা পাওয়া যাবে না।


সোমবার ‘ইউএস ভার্চ্যুয়াল এম্বেসি তেহরান’ এক জরুরি সতর্কব বার্তায় জানায়, ইরানে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। গত ডিসেম্বর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে তেহরান। এই অবস্থায় মার্কিন নাগরিকদের নিজ দায়িত্বে দ্রুত ইরান ত্যাগ করতে বলা হয়েছে। যারা এখনই ফিরতে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে থেকে পর্যাপ্ত খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


মূলত ২০২৫ সালের গ্রীষ্মকাল থেকেই তেহরান, ওয়াশিংটন ও পশ্চিম জেরুজালেমের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ওই সময় ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতেই ওই হামলা চালানো হয়। তবে উত্তেজনা এখনো কমেনি। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলাসহ ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


পাল্টা জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো হবে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’। তেহরানের দাবি, চলমান অস্থিরতার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও বিদেশি শক্তির হাত রয়েছে।


মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ইরানে শুধু মার্কিন পাসপোর্ট বহন করাই গ্রেপ্তারের কারণ হতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।