বড় বিপদে আছে ইরান, দেওয়া হতে পারে হামলা চালানোর নির্দেশ: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে ইরানে, যা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন ‘বড় বিপদের’ মুখে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও প্রকাশ এবং অস্থিরতা নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধের পর তিনি আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন।


শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, তাঁর কাছে মনে হচ্ছে,মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে, যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে তিনি বলেন, 'বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোই তাদের জন্য ভালো হবে। গুলি চালালে যুক্তরাষ্ট্রও গুলি চালাতে বাধ্য হবে।'


এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে ইরানে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্যও সামনে এসেছে। পাশাপাশি আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।


এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চলমান বিক্ষোভকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত করছে।


হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তাকর্মী ১৪ জন এবং বিক্ষোভকারী ৪৮ জনসহ অন্তত ৬২ জন নিহত হয়েছেন।


এদিকে জাহেদানে বেলুচ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিক্ষোভ মিছিলে গুলির ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।