ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। সেনাবাহিনী এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানান তিনি।
এর আগে শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসে একটি সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।
প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে দেশটির সুপ্রিম কোর্ট দেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়।
রোববারের ভাষণে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন,
“সুপ্রিম কোর্টের ঘোষণার ভিত্তিতে আগামী ৯০ দিনের জন্য দেলসি রদ্রিগুয়েজ দায়িত্ব পালন করবেন। ভেনেজুয়েলার সেনাবাহিনী এই সাংবিধানিক প্রক্রিয়াকে সমর্থন করছে। আমরা জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের সময় মার্কিন সেনাদের বাধা দিতে গিয়ে প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা উল্লেখ করেননি তিনি। এ ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে, শনিবার গভীর রাতে এই অপহরণের ঘটনার পর থেকে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর, বন্দর ও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। রোববার সকাল থেকে অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস-আদালত বন্ধ ছিল।
ভাষণের শেষাংশে পাদ্রিনো লোপেজ বলেন,“আমি ভেনেজুয়েলার জনগণকে অর্থনৈতিক, পেশাগত ও শিক্ষাসহ সব ধরনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভূমি সংবিধানের পথেই চলবে।”

