নানা আয়োজনে কুড়িগ্রামে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

ফুল শিক্ষা বৃত্তি উপলক্ষে কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)-এর আয়োজনে শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত।


জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলাসহ ৬টি উপজেলার সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৭০ জন শিক্ষক এই সম্মেলনে অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো ফুল শিক্ষাবৃত্তির খাতা মূল্যায়ন, শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা, কুইজ ভিত্তিক ষ্টেজ পারফরমেন্স, যেমন পারো তেমন কর, র‌্যফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন।


সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী’র সভপতিত্বে এবং নাগেশ্বরীর নাখাগঞ্জ আশার আলো ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালার পরিচালক কুমার বিশ্বজিৎ বর্মণের সঞ্চালণায় কুড়িগ্রামের শিক্ষার মান উন্নয়নে বক্তব্য রাখেন একাডেমীক সুপারভাইজার আব্দুস ছালাম, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, প্রবীণ গণমাধ্যম কর্মী শফি খান, ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত সংগঠক জামাল হোসেন, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, বেলগাছা উচ্চ বিদ্যায়য়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নারায়ণ চন্দ্রসহ অনেকে।