দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, স্বাক্ষর জালের অভিযোগে বিএনপি নেতার প্রার্থীতা অবৈধ ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের (সালেহী) মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। একই সাথে কাক্সিক্ষত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।


শুক্রবার (২ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।


রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের প্রমাণক জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।


অন্যদিকে একই আসনের প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, আব্দুল খালেক তার কাক্সিক্ষত আসনের মোট ভোট সংখ্যার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন তাতে অসঙ্গতি পাওয়া গেছে। দ্বৈবচয়নে ভোটারদের স্বাক্ষর যাচাইয়ে ১০ জন ভোটারের মধ্যে তিন জন ভোটারের স্বাক্ষর জাল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এজন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।


জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটারদের স্বাক্ষর জাল প্রমাণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।’


ভোটারের স্বাক্ষর জালের বিষয়ে বিএনপি নেতা আব্দুল খালেকের মন্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


প্রসঙ্গত, কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। আজ কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ ( চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে।


শুক্রবার সকালে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। বিকালে কুড়িগ্রাম-৪ আসনের বাছাই হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। এতে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে তারা আপিলের সুযোগ পাবেন।