বছরের প্রথম দিনেই ইউক্রেনের ড্রোন হামলায় উত্তপ্ত হয়ে ওঠে রাশিয়ার রাজধানী মস্কো। ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের সেনাবাহিনী। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানান, ইউক্রেন ঠিক কতটি ড্রোন ছুড়েছিল সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য না দিলেও রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত ২৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।
হামলার সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো ও ভ্নুকোভোতে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট ও অপারেশন বন্ধ রাখা হয়।
এর আগে, গত ৩১ ডিসেম্বর রাতেও মস্কো লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী ৮টি ড্রোন নিক্ষেপ করে। সেগুলোও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে বলে জানায় কর্তৃপক্ষ।
একই রাতে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলিতে একটি হোটেলে বর্ষবরণ অনুষ্ঠানের সময় চালানো ড্রোন হামলায় ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছে রাশিয়া।
এই ধারাবাহিক হামলাগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে মস্কো। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

