কুড়িগ্রাম সীমান্ত বিজিবির অভিযানে তিনটি ভারতীয় গরু জব্দ
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে। 


বিজিবি জানায়, লালমনিরহাট-১৫ বিজিবির অধিন বাগভান্ডার ক্যাম্পের টহলরত সদস্যরা বৃহস্পতিবার (১জানুয়ারী) ভোর সাড়ে ৫ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তঘেষা চৌকিদারমোড় এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে অভিযান  পরিচালনা করেন। এমন সময় ভারতীয় সীমান্ত থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা ভারতীয় গরু ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। 


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।