ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় টাকা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সৎ চাচার বিরুদ্ধে শাবল দিয়ে পিটিয়ে ভাতিজি মাদ্রাসাছাত্রী লামিয়া আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর চড়াইল গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রসাছাত্রী লামিয়া আক্তার (১৪) উত্তর চড়াইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ি থেকে উৎখাতের বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ১৭০ টাকা চুরির অভিযোগ তুলে লামিয়াকে শাবল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লামিয়ার মা লিলি বেগমও গুরুতর আহত অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েকে রক্ষা করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
নিহতের স্বজনরা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে খবর দেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ঘটনার বিষয় নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, 'অভিযুক্ত জাকির খানের পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে লামিয়া গুরুতর আহত হয় এবং তাকে বাঁচাতে গিয়ে তার মা আহত হন। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা বা গ্রেপ্তার কার্যক্রম শুরু করা যায়নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লামিয়ার মা অভিযুক্ত জাকিরের বড় ভাই ফারুক খানের দ্বিতীয় স্ত্রী। তাদের বিয়ের পর থেকে লামিয়া মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থেকেই পড়াশোনা করতো। কিছুদিন আগে ফারুক খান মারা গেলে লামিয়া ও তার মা ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন।'
স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

