মারা গে‌লেন কু‌ড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপ‌তি রায়হান ক‌বির মারা গে‌ছেন। সোমবার (২৯ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ১১ টার দি‌কে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব সো‌হেল হোসনাইন কায়‌কোবাদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।


রায়হান ক‌বির জেলা যুবদ‌লের সভাপ‌তি এবং জেলা মোটর মা‌লিক সমি‌তির যুগ্ম সাধারণ সম্পাদক । তার বাবা (মৃত) মাওলানা মোজা‌ম্মেল হক কু‌ড়িগ্রাম আ‌লিয়া কা‌মিল মাদ্রাসার সাবেক অধ‌্যক্ষ। বিন‌য়ী স্বভাবের এই যুবদল নেতা নেতাকর্মী ও এলাকাবাসীর কা‌ছে বেশ জন‌প্রিয় ছি‌লেন। 


পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, রায়হান ক‌বির আর্থ্রায়‌টিজ এবং কিড‌নি জ‌নিত রো‌গে ভুগ‌ছি‌লেন। শারী‌রিক অসুস্থতা স‌ত্ত্বেও তি‌নি তা‌রেক রহমা‌নের প্রত‌্যাবর্তন উপল‌ক্ষ্যে আ‌য়ো‌জিত সংবর্ধনা অনুষ্ঠা‌নে যোগ দি‌তে ঢাকায় গিয়ে‌ছি‌লেন। অনুষ্ঠা‌নে অংশ নেওয়ার পরই তি‌নি অসুস্থ হ‌য়ে প‌ড়েন। প‌রে তা‌কে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে নেওয়া হয়। অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পোর্ট দেওয়া হয়। সোমবার রাত পৌ‌নে ১১ টার দি‌কে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।


জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব সো‌হেল হোসনাইন কায়‌কোবাদ ব‌লেন, আমরা একজন নিবে‌দিত কর্মী ও সজ্জন মানুষ‌কে হারালাম। তার মর‌দেহ ঢাকা থে‌কে কু‌ড়িগ্রা‌মে নিয়ে আসার ব‌্যবস্থা করা হ‌চ্ছে। প‌রিবা‌রের সা‌থে কথা ব‌লে তার জানাজা ও দাফ‌নের বিষ‌য়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।