ট্রাম্প–জেলেনস্কি বৈঠকের আগেই কিয়েভে রাশিয়ার ধ্বংসাত্মক হামলা
ছবিঃ সংগৃহীত

ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আগমুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চালানো এই হামলায় অন্তত দুইজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।


ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, প্রায় ১০ ঘণ্টা ধরে ৫শ’ ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক হামলা চালায় রুশ বাহিনী। এতে কিয়েভের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিয়েভ ও আশপাশের বেশিরভাগ এলাকা। প্রায় ৪০ শতাংশ আবাসিক ভবনের হিটিং সিস্টেম অচল হয়ে গেছে। তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ, পানি ও গরমের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। অনেকেই নতুন হামলার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।


এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই হামলার মাত্রা বাড়িয়ে রাশিয়া প্রমাণ করেছে—মস্কো শান্তি চায় না। তিনি বলেন, নিরাপত্তার দৃঢ় গ্যারান্টি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়।


অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, শান্তিপূর্ণ সমাধানে রাশিয়া প্রস্তুত। তবে ইউক্রেনই আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কিয়েভ শান্তি না চাইলে সামরিক অভিযান অব্যাহত থাকবে।' 


এদিকে রাশিয়া খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোলসহ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। যদিও ইউক্রেন কুপিয়ানস্কের কিছু অংশ এখনো নিজেদের দখলে রাখার কথা বলছে।