ফুলবাড়ীতে “ফুল শিক্ষাবৃত্তি” অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “ফুল শিক্ষাবৃত্তি” ২০২৫ পরীক্ষা অনুষ্টিত হয়েছে। ফুলবাড়ী ডিগ্রী কলেজে এ পরীক্ষা অনুষ্টিত হয় সকাল ১১ টায়। এসময় উপজেলার ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭৫৩ পরীক্ষার্থী অংশ গ্রহন করে।


শনিবার অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। এসময় উপস্থিত থেকে হল পরিদর্শন  করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াছিন আলী, সহকারী শিক্ষা অফিসার লিপিকা রানী, এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস  ফাইট আনটিল লাইট (ফুল) এর পরিচালক আব্দুল কাদের। 


ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের জানান,আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে-ফুল শিক্ষাবৃত্তির আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি যাতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা চলমান থাকে।


পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু) জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা স্বস্থির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন এ ধরনের শিক্ষামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুপূর্ণ ভূমিকা রাখবে।