যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে বিরতি, বিপাকে ইউক্রেন
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের কিছু চালান স্থগিত করেছে। অস্ত্রের মজুত হ্রাস পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে সংশ্লিষ্ট দুই কর্মকর্তা। তারা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।

সূত্র দু’টি জানায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে যে অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, তা এখন ধীর গতিতে পাঠানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে পাঠানো এসব সহায়তার মধ্যে রয়েছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে কয়েকটি বিকল্প পথ দেখানো হয়েছে, যাতে সহায়তা অব্যাহত রাখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি বলেন, পেন্টাগন বর্তমানে যুদ্ধ বন্ধের কৌশল নতুন করে পর্যালোচনা করছে এবং প্রয়োজনে পরিবর্তন করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অগ্রাধিকারের বিষয়গুলো যেন অক্ষুণ্ন থাকে, তা নিশ্চিত করতেও তারা সচেষ্ট।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে এবং ধীরে ধীরে তাদের দখলদারি সম্প্রসারিত করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কিছু এলাকা দখলে নিয়েছে এবং দেশজুড়ে বিমান হামলা জোরদার করেছে।

এর আগে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে মার্চে সহায়তা বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়। তবে এরপর বাইডেন প্রশাসনের অনুমোদিত শেষ চালান পাঠানোর পর ট্রাম্প প্রশাসন নতুন কোনো নীতিমালা ঘোষণা করেনি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকো সর্বপ্রথম গতকাল প্রতিবেদন প্রকাশ করে।