ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামার ইঙ্গিত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে শর্তসাপেক্ষে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হামলা বন্ধ রাখবে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন।


শনিবার (২০ ডিসেম্বর) রাশিয়ান টেলিভিশন (আরটি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, 'ইউক্রেন যদি নির্বাচনের ঘোষণা দেয়, তাহলে নির্বাচনকালীন নিরাপত্তার স্বার্থে শর্তসাপেক্ষে ভোটের দিন ইউক্রেনের অভ্যন্তরে হামলা করা থেকে বিরত থাকতে প্রস্তুত আছে রাশিয়া।' 


পুতিন আরও বলেন, সীমান্তবর্তী যেসব এলাকায় ইউক্রেনীয় নাগরিক রাশিয়ার ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন, তারাও ভোট দিতে ইউক্রেনে যেতে পারবেন। রুশ সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বাধা দেবে না।


কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন যদি অস্ত্র-সেনা মজুত করা শুরু করে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।