হাদির সুস্থতা কামনায় ইবি বৈবিছাআ এর দোয়া
ছবিঃ বিপ্লবী বার্তা
দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য  স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর তার সুস্থতা কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়।


দোয়া অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট, সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনসহ তাদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


দোয়া মাহফিলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করা হয়। আয়োজকরা আশা করেন, আল্লাহ তায়ালা তাকে পূর্ণ সুস্থতা দান করবে এবং দেশ ও জাতির উন্নতি ও অগ্রযাত্রায় কাজ করবে।