ছবিঃ বিপ্লবী বার্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মাহমুদ হাসান খান বাবু মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে।
অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-২ আসনে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।

