হাদির সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালো মেডিকেল বোর্ড
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্ব দেন এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবাল। তিনি গণমাধ্যমকে জানান, 'আপাতত নতুন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসার মাধ্যমে তাকে কনজার্ভেটিভভাবে ম্যানেজ করা হচ্ছে।'


মেডিকেল বোর্ড জানায়, 'ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে আঘাত রয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট, ব্রেন প্রটেকশন প্রটোকল, রক্ত ও রক্তের উপাদান ট্রান্সফিউশনসহ সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরেছে এবং ডিআইসি পরিস্থিতিরও উন্নতি হচ্ছে বলে জানান চিকিৎসকরা।'


চিকিৎসকরা জানান, 'তার সার্বিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অযথা হাসপাতালে ভিড় না করা, ভুল তথ্য প্রচার না করা এবং রোগীর গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে চিকিৎসক দল ও পরিবার।'


উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।