হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ উসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।


শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ২ নং গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “তফসিল ঘোষণার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলের পরাজয় হয়েছে। তারা বলেছিল- স্থানীয় নির্বাচন, পিআর  ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের সকল ষড়যন্ত্র কালকে ধূলিসাৎ হয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র তারা থামায়নি। আজকে ঢাকায় ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। আমরা মনে করি, এটি তাদেরই ষড়যন্ত্রের নীলনকশা।”


চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “একটি গণতান্ত্রিক দেশের জন্য গত ১৭ বছর আমরা আমাদের অনেক ভাইকে, আমাদের সোনালি সময়গুলো হারিয়েছি। যারা তখন ছাত্রলীগের আরাম-আয়েশে ছিল, তারা এখন আমাদের বাংলাদেশ ছাড়তে বলে। আমরা তাদেরকে বলতে চাই, ঘুমন্ত বাঘকে জাগাবেন না।”