ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানান কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় দিবস সমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ও উপর উপাচার্য অধ্যাপক ড. এমন এয়াকুব আলী ও শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন কমিটি ২০২৫ এর সদস্য সচিব রাজিবুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কর্মসূচি চুড়ান্ত হয়।
শহীদ বুদ্ধিজীবী দিবসের (১৪ ডিসেম্বর) কর্মসূচি সমূহ: রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবন, হল সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সকাল সোয়া ১০ টায় প্রশাসন ভবন চত্বর হতে শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) কর্মসূচি সমূহ: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবন ও হলসমূহে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করবেন উপর উপাচার্য অধ্যাপক ড. এমন এয়াকুব আলী। সকাল সোয়া ১০ টায় প্রশাসন ভবনের সামনে আনন্দের প্রতিক বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্ভোদন করবেন মাননীয় ভাইস চ্যান্সের। উদ্ভোদন শেষে আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'মুক্ত বাংলা'য় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও শহীদ বীর মুক্তিযুদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। একইদিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করবেন। বেলা ১১টায় প্রতি ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, বিশেষ দোয়া ও মোনাজাত, আলোকসজ্জিতকরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন কমিটি ২০২৫ এর সদস্য সচিব রাজিবুল ইসলাম বলেন, "শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। শ্রদ্ধাশীল নিবেদনের ধারাবাহিকতা রক্ষায় র্যালি কমিটি, বিএনসিসি, ও রোভার স্কাউটসদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি একটি ভালো বিজয় দিবস বিশ্ববিদ্যালয় করে উপহার দিবো।"

