ইবিতে জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল সম্পাদক সাইম
ছবিঃ বিপ্লবী বার্তা
বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় এর সভাপতি আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিউল আলম ও সাধারণ সম্পাদক একই বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদরুল আমিন সাইম নির্বাচিত হয়েছেন। এছাড়াও উক্ত সংগঠনের মডারেটর হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাব্বির আহমদ মনোনীত হয়। 


রবিবার (৭ ডিসেম্বর) বিকালে এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। একই দিনে উক্ত সংগঠনের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল  আজহারীসহ আরো অনেকে। 


নবনির্বাচিত সভাপতি শফিউল আলম বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী জেলাকল্যান জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন একটি সিলেটি পরিবার। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক কাজেও এই সংগঠন অংশগ্রহণ করে থাকে। আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাব।"


সাধারণ সম্পাদক সদরুল আমিন সাইম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা দেশব্যাপী সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখব।"