ইবিতে গাইবান্ধা শিক্ষার্থীদের শক্তিশালী নতুন কমিটি ঘোষণা
ছবিঃ বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’–এর ২০২৫–২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফেজ ইদ্রিস আলী, আর সাধারণ সম্পাদক হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন নিসা।


বুধবার (৩ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবদুস সামাদ, অধ্যাপক ড. শিপন মিয়া এবং অধ্যাপক ড. মাকসুদা আক্তারের যৌথ স্বাক্ষরে প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


৫৬ সদস্যের এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদেমুল ইসলাম ফরহাদ, গোলাম হক্কানী, হাফিজুল ইসলাম, শাহনাজ সাথীসহ মোট ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান রাকিব, জুবায়ের আল মাহমুদ সাকিবসহ ৯ জন। সাংগঠনিক, দপ্তর, অর্থ, ধর্ম, শিক্ষা, আইন, প্রচার, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাহিত্য সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরও ৪ জন।


নবনির্বাচিত সভাপতি হাফেজ ইদ্রিস আলী বলেন, “গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি আমাদের একতা, সহযোগিতা ও কল্যাণের প্ল্যাটফর্ম। সকলের সহযোগিতায় আমরা একাডেমিক সহায়তা বৃদ্ধি, দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নে কাজ করব। একটি সুশৃঙ্খল, কর্মমুখী ও কল্যাণমূলক কমিটি হিসেবে কাজ করতে চাই।”


তিনি আরও বলেন, গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও ক্যাম্পাসে সুনাম বৃদ্ধির লক্ষ্যেই তারা সকলে একসঙ্গে কাজ করবেন।