ফের ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তি স্থল যেখানে
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানী ঢাকায় সকালবেলা আবারও হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১ এবং গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর জানান, তাদের পর্যবেক্ষণ অনুযায়ী ভূমিকম্পটি ঘটে সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তিনি বলেন, “এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।”


ভূমিকম্প অনুভূত হওয়ার পর বহু জায়গায় বাসাবাড়ি ও ভবনের বাসিন্দারা সাময়িক আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।