মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে জরুরি বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে নৌবহর মোতায়েন ও মাদকবিরোধী অভিযানের নামে কঠোর অবস্থান নেওয়ায় সামরিক উত্তেজনা আরও বেড়েছে।
প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট বিভিন্ন বিকল্প বিবেচনা করছেন, তবে সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি। বৈঠকের বিস্তারিতও প্রকাশ করেননি তিনি।
অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ এনে বলেন, 'দেশ "দাসত্বের শান্তি" চায় না, বরং সার্বভৌমত্ব ও স্বাধীনতার সঙ্গে শান্তি চায়।'
উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী জাহাজ সহ নৌবহর পাঠিয়েছে। মার্কিন প্রশাসন মাদুরোকে মাদকচক্রের নেতৃত্বের অভিযোগে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে।
ট্রাম্প জানান, সম্প্রতি মাদুরোর সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে, তবে ফলাফল সম্পর্কে মন্তব্য করতে চাননি। মার্কিন গণমাধ্যম জানায়, সম্ভাব্য বৈঠক ও মাদুরোর নিরাপদে অন্য দেশে যাওয়ার শর্ত নিয়েও আলোচনা হয়েছে।

