গোপালগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগমের (২০) হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সোমবার (১ ডিসেম্বর) বিকাল পাঁচটায়  লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ অংশ নেন। হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে তারা ইতি বেগম হত্যাকারী রাসেল শেখসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, “একজন অন্তঃসত্ত্বা তরুণীকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড। আমরা এই হত্যার বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।”


এর আগে ৩০ নভেম্বর সন্ধ্যায় লতিফপুর গ্রামের রাসেল শেখের বাড়ির পাশের জলাশয় থেকে ইতি বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। তিনি নিখোঁজ ছিলেন ৭ দিন ধরে। স্বামী রাসেল শেখ ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।


ঘটনার পর থেকেই রাসেল শেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারে কাজ চলছে।”


পারিবারিক সূত্রে জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর এলাকার ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। প্রায় তিন বছর আগে রাসেল শেখের সঙ্গে তার বিয়ে হয়।


মানববন্ধনে অংশ নিয়ে গ্রামবাসী জানান, “ইতির মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। যত দ্রুত সম্ভব সত্য উদঘাটন ও ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”