
গলে প্রথম টেস্টে জয়ের সম্ভাবনা তৈরি হলেও পরিকল্পনার ভুলে সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তবে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন করে শুরুর সুযোগ পেয়েছে টাইগাররা।প্রথম টেস্টের মতো এই ম্যাচেও টস ভাগ্য পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আবারও ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, যিনি গলে জ্বরে আক্রান্ত হয়ে খেলতে পারেননি। সুস্থ হয়ে ওঠার পর গতকাল অনুশীলনে অংশ নিয়েছিলেন এবং আজ একাদশে জায়গা করে নিয়েছেন। মিরাজকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে ফিরেছেন এবাদত হোসেন, যিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে।
শ্রীলঙ্কা শিবিরেও এসেছে দুটি পরিবর্তন। গলে শেষ টেস্ট খেলা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় দলে ঢুকেছেন সোনাল দিনুশা। টেস্ট ক্যাপ পেয়েছেন কুশাল মেন্ডিসের হাত থেকে এবং খেলবেন ছয় নম্বর পজিশনে। ইনজুরির কারণে বাদ পড়া মিলান রত্নায়েকের বদলে এসেছেন বিশ্ব ফার্নান্দো। কলম্বো টেস্টে শ্রীলঙ্কা পেস আক্রমণেই বেশি জোর দিচ্ছে, তা দল দেখেই অনুমেয়।