
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন—এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষেই তিনি বোর্ডকে এ সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকবাজের খবরে বলা হয়, গত ১২ জুন ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পান মেহেদি হাসান মিরাজ। যদিও বিসিবি বলছে, এটি 'সমন্বিত সিদ্ধান্ত', তবে শান্তর ঘনিষ্ঠ সূত্র বলছে, সিদ্ধান্তটি ছিল তার জন্য 'অপ্রত্যাশিত' এবং 'অপমানজনক'।
সূত্র মতে, ওয়ানডে নেতৃত্ব হারানোর ঘটনায় শান্ত বেশ অস্বস্তিতে আছেন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তিনি ভেতরে ভেতরে ক্ষতিগ্রস্ত। এমনকি বোর্ডের সঙ্গে আলোচনা ছাড়াই অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় হতাশ হন তিনি। জানা গেছে, ওইদিনই জাতীয় দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও, হঠাৎ সিদ্ধান্তে তিনি তা বাতিল করে দেন।
পূর্বে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব পাওয়া শান্ত নিজে থেকেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগ দিতে। তখন বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় টেস্ট ও ওয়ানডে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা হয়। কিন্তু হঠাৎ ওয়ানডে নেতৃত্ব হারানোর পর, এবার টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর দিকে ঝুঁকছেন তিনি।
যদি শান্ত সত্যিই টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন, তা হলে বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন আসবে। একইসঙ্গে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে পারে।
সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষের পর শান্তর আনুষ্ঠানিক ঘোষণার ওপর।