বাংলাদেশের বিপক্ষে রেকর্ড রান দিলেন থারিন্দু
সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে এক টেস্টে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের সিকান্দার রাজার দখলে। ২০১৪ সালে চট্টগ্রামে তিনি দিয়েছিলেন ২৩৭ রান। তবে সেই রেকর্ড এখন ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে।

গলে অনুষ্ঠিত সাম্প্রতিক টেস্টে অভিষিক্ত এই অলরাউন্ডার দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট শিকার করলেও, রান দিয়েছেন ২৯৮। যা বাংলাদেশের বিপক্ষে কোনো বোলারের এক টেস্টে সর্বোচ্চ রান খরচের রেকর্ড।

অভিষেক টেস্টে এত রান দেওয়ার নজিরও বিরল। এই তালিকায় এখন রত্নায়েকে আছেন শীর্ষ তিনে। তার ওপরে আছেন কেবল পাকিস্তানের জাহিদ মেহমুদ (৩১৯ রান) ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেইজা (৩৫৮ রান)।

রত্নায়েকে দুই হাতেই স্পিন করতে পারেন, যা ক্রিকেটে অতি বিরল। তবে অভিষেকেই যেন দুই হাত ভরে রান বিলিয়েছেন তিনি! দ্বিতীয় ইনিংসে ৪৯.২ ওভার বল করে দেন ১৯৬ রান, যা শ্রীলঙ্কার কোনো বোলারের এক ইনিংসে সর্বোচ্চ রান খরচের রেকর্ড। তার ইকোনমি রেট ছিল ৩.৯৭—এক ইনিংসে শ্রীলঙ্কার ইতিহাসেও সবচেয়ে খরুচে।

অস্ট্রেলিয়ান স্পিনার জেসন ক্রেইজা ২০০৮ সালে অভিষেকে ভারতের বিপক্ষে ১২ উইকেট নিলেও দিয়েছিলেন ৩৫৮ রান। তার আগে ১৯০৯ সালে ডগলাস কার ২৮২ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন।

সবচেয়ে বেশি রান খরচের শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের টমি স্কট। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট নিতে গিয়ে তিনি দিয়েছিলেন ৩৭৪ রান।

এদিকে ২০২২ সালে পাকিস্তানের জাহিদ মেহমুদ ৩১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে। তার ইকোনমি ছিল ভয়াবহ—৭.২৫! টেস্ট ইতিহাসে ১৬৩ রানের বেশি দেওয়া বোলারদের মধ্যে এমন খরচে বল করার রেকর্ড আর কারো নেই।

অভিষেকে রেকর্ড গড়া না হলেও, রান বিলানোর দিক থেকে থারিন্দু রত্নায়েকে যে নজিরবিহীন এক নাম—তা বলাই যায়।