ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘নোফেল জেলা ছাত্র কল্যাণ ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজাদা ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হোসেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টা ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, তানভির শরিফ রিফন, তানজিল হোসাইন সাইফুদ্দিন, মুহিব্বুর রহমান ও জহিরুল ইসলাম শাহিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু তামিম, আম্মার শোয়াইব, ইহসানুল হক খান নাফিজ, ফারহানা আফরোজ এবং মো. ফাহাদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক আবু নাঈম, অর্থ সহ-সম্পাদক নাফিস আজিম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক আকাশ চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক তানিম তানভির এবং সহ-সম্পাদক হাবিবুর রহমান ফুয়াদ দায়িত্ব পেয়েছেন।
পরিকল্পনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, আশরাফুল ইসলাম এবং পরিকল্পনা সহ-সম্পাদক ফাহাদ বিন হারুন। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিমা হক ইভা এবং সহ-সম্পাদক তানিয়া। পাশাপাশি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক মাওয়াজুর রহমান, শিক্ষা সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া সম্পাদক ওমর শাহ তানভির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন হোসেন ইমন, গবেষণা সম্পাদক সাইদুল কবির স্বাধীন এবং প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান। সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুব এলাহী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম সৌরভ, ফারাবি ও আরমান সিদ্দিকী।
নবনির্বাচিত সভাপতি শাহজাদা ইয়ামিন বলেন, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার শিক্ষার্থীদের ঐক্য, দিকনির্দেশনা, সহায়তা ও কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, জরুরি সাপোর্ট এবং পারস্পরিক সহযোগিতাকে কেন্দ্র করে একটি যৌথ প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কাজ করবে। তিনি আরও জানান, এই সংগঠন কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়; এটি নোফেলীয়ার শিক্ষার্থীদের অভিন্ন প্ল্যাটফর্ম।
এদিন সংগঠনটির ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

