ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব শারার হিমেল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন তওসিফ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা অধ্যাপক ড. মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নামও ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, শরফুদ্দিন শাফিন, শহিদ, আব্দুল্লাহ, ইনারা হক নিলুফা, মনিরুল মান্নান আশোক, ওয়াসিফুর রহমান, পারভেজ মোশারফ রিশাদ ও মোহাম্মদ রিদুয়ান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারজানা হামিদ জেসিয়া, ইফতেহারুল ইসলাম, আবু বকর আল মাহি, রবিউল আলম, ইমরান নাজির ইনসাফ, মো. আলী, জেরিন তাসনিম খুসবু, তানভীরুল হক আকিব ও আব্দুল মোমেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন, ওয়াহিদুর রহমান খোকন, আতিকুর রহমান রাহি, মোহাম্মদ সাদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ তাহের, হোসনে মোবারক, আক্তারুজ্জামান বাবু, এয়ার মোহাম্মদ টিটু, সাকিবুল আছার জিসান, সোহেল রানা, সঞ্চয় বড়ুয়া, আতিকুর রহমান তানভির, সলিম উল্লাহ সায়েম, শিউলি দে, সাইফা তাসনিম, সাদিয়া নাসির, তাহিয়া সুলতানা ও সামিয়া নওরীন।
অন্যান্য সম্পাদকদের মধ্যে রয়েছেন অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন, দপ্তর সম্পাদক ফাহিম আবরার সায়ীদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মহিন, ক্রীড়া সম্পাদক আবরার হোসেন তোরাব, আইন বিষয়ক সম্পাদক সিদ্দিক আলী তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামসুর মনোয়ার মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আল মাহফুজ এবং পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক ইউনুস কুতুবী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তওসিফ বলেন, “সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের সংগঠনের মূল শক্তি। কক্সবাজার জেলার শিক্ষার্থীদের কল্যাণে একটি পরিকল্পিত, সক্রিয় ও সেবামুখী সংগঠন হিসেবে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
নবনির্বাচিত সভাপতি শিহাব শারার হিমেল বলেন, “সবার বিশ্বাস ও আস্থা আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ঐক্য, সহযোগিতা ও পরিকল্পনার ভিত্তিতে আমরা কক্সবাজার জেলা কল্যাণ সমিতিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী, গতিশীল ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।”

