গাজায় বিস্ফোরণে ইসরায়েলের সাত সেনাসদস্যের মৃত্যু
ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে ইসরায়েলের সাত সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এ দাবি করেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ গাজার এক সংঘর্ষে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা এবং একজন প্লাটুন কমান্ডার প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আরও একজন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, তাঁর নাম প্রকাশে পরিবার আপত্তি জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩০ জনেরও বেশি ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অভাবনীয় হামলা চালায়, যাতে ১,২১৯ জন নিহত হন বলে এএফপির তথ্য-ভিত্তিক হিসাব বলছে। এদের বেশির ভাগই ছিলেন বেসামরিক নাগরিক। হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে ধরে নিয়ে যাওয়া হয় গাজায়, যাদের মধ্যে এখনও ৪৯ জন সেখানে আছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাঁদের মধ্যে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

হামলার জবাবে ইসরায়েল সেদিন থেকেই গাজায় আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই সময়ের মধ্যে অন্তত ৫৬ হাজার ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে গ্রহণযোগ্য বলে মনে করে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত গাজায় খাদ্য, পানি, ওষুধসহ সব ধরনের সরবরাহ বন্ধ রেখেছে এবং কঠোর অবরোধ অব্যাহত রেখেছে, যার ফলে প্রায় ২০ লাখ মানুষ দুর্ভিক্ষসদৃশ অবস্থায় দিন কাটাচ্ছে।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির এক দিন পর মঙ্গলবার ইসরায়েলি সেনাপ্রধান হার্জি হালেভি জানিয়েছেন, এখন থেকে গাজা অঞ্চলে নতুন করে অভিযানে মনোযোগ দেবে সেনাবাহিনী।