পৃথক অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।


বিজিবি জানায়, 'সোমবার রাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্ত দিয়ে ভারতীয় গাঁজা পাচারের প্রস্তুতি নিচ্ছিল একদল চোরাকারবারী। গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ওঁৎ পেতে অপেক্ষা করেন। একপর্যায়ে চোরাকারবারীরা গাঁজার বস্তা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে।'

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গাঁজার ব্যাগ ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে বস্তাগুলো থেকে ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, 'উদ্ধার করা গাঁজার সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।'


অন্যদিকে ফুলবাড়ী থানাপুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে।

পুলিশ জানায়, 'নাওডাঙ্গা ইউনিয়ন থেকে মোটরসাইকেলে গাঁজা নিয়ে লালমনিরহাট যাচ্ছিল দুই যুবক। ধরলা ব্রিজ চেকপোস্টে তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৪ কেজি ৫০০ গ্রাম।'