যোধপুরে নরবলির স্বীকার ১৭ দিনের শিশু, ৪ খালা গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজস্থানের যোধপুরে ১৭ দিনের শিশু হত্যার ঘটনা ঘটেছে। চার  খালা সম্মিলিতভাবে নরবলি হিসেবে শিশুটিকে হত্যা করেছেন। 


পুলিশ জানায়, "দীর্ঘদিন ধরে সেই চার বোন বিয়ে করতে চাইলেও নানা কারনে তা হয়ে উঠছিল না এবং তারা বিশ্বাস করতেন, শিশুর নরবলি করলে তাদের বিয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে।" 


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, ভিডিও টি তে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বসেছেন এবং মন্ত্রপাঠ করছেন। অন্য নারীরাও মন্ত্রপাঠে অংশগ্রহণ করেছেন। পুলিশ ধারণা করছে, তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে এই রীতিপূর্ন ক্রিয়া পরিচালনা করছিলেন।


এ বিষয়ে শিশুর বাবা বলেন, “হত্যাকারীরা আমার শ্যালিকা এবং দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছেন। তারা বিশ্বাস করছিল, আমার ছেলেকে হত্যা করলে তাদের বিয়ের বিষয়ে আশু সুফল আসবে।” তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।


স্থানীয় পুলিশ জানায়, এটি ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ বা রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে চিহ্নিত। ইতিমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।


পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পেছনের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে, এবং একই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে।