ছবিঃ বিপ্লবী বার্তা
কুড়িগ্রাম ১আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, ওমর ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক নাগেশ্বরী পৌর বিএন পি, শহিদুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী উপজেলা বিএন পি ,একেএম আশরাফুল ইসলাম আপেলসহ অনান্যরা।
বক্তব্যে ডাঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান বক্তারা।

