কুড়িগ্রাম ১ আসনে বিএনপি'র মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম ১আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।


‎শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগণের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, ‎ওমর ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক নাগেশ্বরী পৌর বিএন পি, শহিদুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক নাগেশ্বরী উপজেলা বিএন পি ,একেএম আশরাফুল ইসলাম আপেলসহ অনান্যরা।


‎বক্তব্যে ডাঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান  বক্তারা।