গাজীপুরে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের উদ্যোগে বৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুর সদর, শ্রীপুর ও ভালুকা উপজেলার মোট ১৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট নয় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
সপ্তম ধাপের বৃত্তি পরীক্ষা আব্দুল আউয়াল কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন, শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়া, মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, আব্দুল আউয়াল কলেজ পরিক্ষা কেন্দ্র সচিব শামীম আহমেদ, ফজর আলী প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র সচিব শামীম আহমেদ জানান, 'শিক্ষার্থীদের শিক্ষাগত মান উন্নয়ন, প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখতেই সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এ বছরও যথাযথ নিয়মবিধি, পরীক্ষা শৃঙ্খলা ও মান বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হয়েছে।'
প্রকল্পের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন জানান, '২০১৮ সালে সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি প্রকল্প চালু হয়। বিগত ছয় বছর ধরে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি লাভ করছে। মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধা অন্বেষণ করাই প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।'

