ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
ছবিঃ বিপ্লবী বার্তা

রুশ হামলায় বিদ্যুৎহীন ইউক্রেন, চারদিকে ধ্বংসস্তূপ, অন্ধকারে ডুবে থাকা কিয়েভ। এমন বাস্তবতার মধ্যেও এক আত্মবিশ্বাসী কণ্ঠ, “আমি ট্রাম্পকে ভয় পাই না।”


এভাবেই নিজের দৃঢ় অবস্থান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বের অনেকেই ট্রাম্পকে ভয় পায়, কিন্তু আমি না। আমরা আমেরিকার বন্ধু, শত্রু নই—তাহলে ভয় কেন পাব ?”


জেলেনস্কি জানান, গত অক্টোবরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল “স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক।” তিনি অনেটা মজার ছলে বলেন, “ট্রাম্প কিছু ছুড়ে মারেননি এটা আমি নিশ্চিত!”


তার মতে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক শুধু বর্তমান নয়—বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আরও জানান, ব্রিটেনের রাজা চার্লস নীরবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আর ট্রাম্পও রাজা চার্লসকে “অত্যন্ত সম্মান করেন।”


ইউক্রেনের এই প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ২৭টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া ইউরোপীয় মিত্রদের প্রতিও আহ্বান জানিয়েছেন নিজেদের প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ধার দেওয়ার জন্য।


এদিকে, রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টর এনারগো জানিয়েছে, হামলার পর তাদের উৎপাদন “শূন্যে নেমে এসেছে।”


অন্ধকারে ডুবে থাকা রাজধানী কিয়েভের মারিনস্কি প্রাসাদে বসে, বিদ্যুৎহীন কক্ষে হাসিমুখে জেলেনস্কি বললেন, “এটাই আমাদের বাস্তবতা।  দেশের অন্যান্য স্থানের মতোই কিয়েভেও মাঝে মধ্যে বিদ্যুৎ আসা-যাওয়া করে। তবে আলো আসবে, যুদ্ধও একদিন শেষ হবে।”