যুক্তরাষ্ট্রে ৪০ দিনব্যাপী সরকারি শাটডাউন অবসানে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা হয়েছে। এই চুক্তি কার্যকর হলে সরকারি সেবাগুলো পুনরায় চালু হওয়ার পথ খুলবে। তবে তা কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন।
চুক্তিতে অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শাটডাউনের সময় যাদের ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, তাদের নোটিশ প্রত্যাহার হবে। এছাড়া স্বাস্থ্যবীমা ও ট্যাক্স ক্রেডিট বিষয়েও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে, যা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
চুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং, নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জীন সাহিন ও মেগি হাসান। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন এবং হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পৌঁছেছেন।
সিনেটে ইতিমধ্যে ৫৩-৪৭ ভোটে সমর্থন পেয়েছে। তবে রয়েছে বিরোধিতা, বিশেষ করে কিছু রিপাবলিকান সিনেটরের। অনুমোদন হলেও চুক্তি কার্যকর হতে গেলে তা পুনরায় প্রতিনিধি পরিষদে ভোটের মধ্য দিয়ে যেতে হবে।
৪০ দিনের এই শাটডাউনের ফলে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী বেতনবিহীন অবস্থায় ছিলেন, বিমান ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখ লাখ আমেরিকান নাগরিকের স্বাস্থ্যসেবা বিলম্বিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শিগগিরই এই সংকট শেষ হবে।

