কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার-১
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক চোরাকারবারিকেও গ্রেফতার করেছে বিজিবি।


সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি। এর আগে রবিবার রাতভর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।


বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ৯২ বোতল, ৯ কেজি গাঁজা, ৬৭ পিস ইয়াবা, প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পিয়াজ ও চিনি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ১৮ হাজার ৪০০ টাকা।


অভিযান চলাকালে একজন চোরাকারবারিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সদস্যদের নিরলস প্রচেষ্টায় ভারত থেকে পাচার হয়ে আসা মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।