কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে বিজিবি জানায়, গত শুক্রবার রাতে ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় বিওপি’র আওতাধীন দক্ষিণ মানিক কাজী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে টহলদল ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে মালামাল তল্লাশি করে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন ফুলবাড়ী উপজেলার বালারহাট ক্যাম্পের টহলরত সদস্যরা সীমান্তবর্তী পূর্ব ফুলমতি এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারীদের ধাওয়া করে একটি বাইসাইকেলসহ ৩ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিলের বাজারমূল্য ৩৭,৬০০ টাকা, ৩ কেজি ২০০ গ্রাম গাঁজার বাজারমূল্য ১১,২০০ টাকা এবং বাইসাইকেলটির মূল্য ৭,০০০ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৫,২০০ টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

