ইউক্রেনের যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার হামলা নিহত ১, আহত ৩০
ছবিঃ বিপ্লবী বার্তা

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের শোসস্তকা রেলস্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। হামলা শনিবার ঘটে।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘটনাটিকে ‘বর্বরতা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বেসামরিক মানুষদের ওপর যে হামলা চলছে, তা রুশদের অজানা নয়।”


প্রাথমিকভাবে কেউ মারা যাননি বলে জানানো হলেও, কয়েক ঘণ্টা পর ৭১ বছর বয়সী এক পুরুষ মারা যান। স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগির ভেতরে তাঁর মরদেহ পাওয়া গেছে।


ঘটনাস্থল ইউক্রেন–রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে। সুমির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, আহতরা ট্রেনের যাত্রী ছিলেন এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে।


আঞ্চলিক গভর্নর ওলেহ হারিহোরোভ ক্ষতিগ্রস্ত বগির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। কয়েক বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ইউক্রেনের রেলও পথ, যাত্রীবাহী ট্রেন ও অবকাঠামোকে বারবার হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।