নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার, ৩রা অক্টোবর সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি আয়োজিত হয়। সভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার গুরুত্ব জনগণ এবং জেলেদের মাঝে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া।


উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, নলছিটি পৌরসভার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা শাহাদাৎ ফকির, শিক্ষার্থী প্রতিনিধি সাথী আক্তার ও লিমা, এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন বৃদ্ধি ও জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা অত্যন্ত জরুরি। সতর্ক করা হয়, এই সময়ে ইলিশ শিকার বন্ধ না করলে ভবিষ্যতে দেশের জাতীয় এই সম্পদের অস্তিত্ব সংকটে পড়তে পারে।


উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এই সময়কালে দেশব্যাপী ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক জেলে ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন এবং সচেতনতার পাশাপাশি নিয়ম অনুসরণের জন্য প্রতিশ্রুতি দেন।