এনসিপি’র বিভাগীয় দায়িত্ব পেলেন নান্দাইলের আশিকিন আলম রাজন
ছবিঃ বিপ্লবী বার্তা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নান্দাইলের আশিকিন আলম রাজনকে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


৩০ সেপ্টেম্বর এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে আশিকিন আলম রাজন এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে নতুন দায়িত্বে পদায়ন হওয়ার পর পূর্বের সকল দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।


এ বিষয়ে আশিকিন আলম রাজন বলেন, “দল আমার প্রতি আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছে। আমি তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”