
গতকাল ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার হলে চিকিৎসক, সেবিকা ও কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এবং ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়া উদ্দিন হায়দার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়া হায়দার বলেন, “বিএনপি বাংলাদেশে উন্নয়নকেন্দ্রিক রাজনীতি শুরু করেছে। আমাদের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও জলবায়ু খাতে উন্নয়ন ঘটাতে চাই। বন্যা, খরা ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের বিশাল সমুদ্রকে জাতীয় সম্পদে রূপান্তর করতে চাই।”
তিনি আরও বলেন, “বর্তমানে স্বাস্থ্যখাতের যে দুরবস্থা, তা বুঝতে সারাদেশের হাসপাতাল ঘোরা প্রয়োজন নেই—শুধু নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখলেই এর চিত্র স্পষ্ট হয়। স্বাস্থ্যখাতের দুরবস্থা কাটিয়ে উন্নয়নকেন্দ্রিক রাজনীতি গড়তে চাই।”
ডা. জিয়া হায়দার বলেন, “তাই এখন সবচেয়ে বেশি দরকার একটি নির্বাচিত সরকার। দেশের মানুষ দেড় যুগেরও বেশি সময় ধরে নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে স্বাস্থ্যসহ সব খাতে প্রত্যাশিত উন্নয়ন সাধনে বিএনপি সক্ষম। তিনি দৃঢ়ভাবে জানান, “বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন, ডা. শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।